
Own country and Independence War
Rules and Regulations for Participation
- ১১ X ১৬ ইঞ্চি মাপের কাগজে নির্দিষ্ট শিরোনামকে কেন্দ্র করে যে কোন মাধ্যমে ছবি আঁকাতে হবে।
- বয়স নির্ধারণের জন্য জন্ম সনদপত্র ও প্রতিযোগীর নিজের ছবি আপলোড এবং আঁকা ছবি ও নিজের তথ্যাবলীর মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে।
- বাংলাদেশ:ফর্ম পূরণের পূর্বে প্রত্যেক প্রতিযোগীর রেজিস্ট্রেশন ফি সাত শত (৭০০) টাকা, এই (01973579733) মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে
এবং বিকাশের ট্রানজেকশন আইডি, মোবাইল নং উল্লেখ করতে হবে (যে বিকাশ নং থেকে পাঠানো হচ্ছে) । - ইন্ডিয়া:ফর্ম পূরণের পূর্বে প্রত্যেক প্রতিযোগীর রেজিস্ট্রেশন ফি চার শত (৪০০) রুপি, SBI Bank, Account Number: 41308219032, Branch: Calcutta University, IFSC Code: 3BIN0007766 এর মাধ্যমে প্রদান করতে হবে
এবং ব্যাংক ট্রানজেকশন আইডি উল্লেখ করতে হবে। - প্রত্যেক প্রতিযোগীকে আয়োজকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করতে হবে।।
- অংশগ্রহণকারী প্রতিযোগীদের থেকে বাছাইকৃত প্রথম ২০০ জনের শিল্পকর্ম নিয়ে কলকাতার গ্যালারিতে প্রদর্শনী হবে।
বাছাইকৃত আঁকা ছবি প্রতিযোগীর নিজের দায়িত্বে আয়োজকদের ঠিকানায় পাঠাতে হবে। - কলকাতায় প্রদর্শনী উদ্ভোদন এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে যেকোনো প্রতিযোগী নিজ খরচে উপস্থিত থাকতে পারবে।
তবে অনুষ্ঠানের পূর্বে আয়োজকদের কাছ থেকে অনুমতি নিতে হবে। - বিভিন্ন দেশের শিল্পীদের বিচারের মাধ্যমে প্রতিযোগীদের অবস্থান নির্বাচন করা হবে।
- বয়স ভিত্তিক যেমন- ক, গ্রুপ (৩-৬) খ, গ্রুপ (৭-১০) গ, গ্রপ (১১-১৫) ঘ, গ্রপ (১৬-১৮) এই চারটিতে অংশগ্রহন করতে পারবে।
- প্রতিটি গ্রুপ থেকে সকল প্রতিযোগীকে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হবে।
( সনদপত্র প্রতিযোগীদের নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে) এবং প্রতিযোগীর ইমেইলে: ই-সনদপত্র পাঠানো হবে - প্রদর্শনী ও রেজাল্ট Living Art (facebook.com/livingartbg) ফেসবুক, www.livingartbg.com ওয়েব সাইট, Livingartbg-ইউটিউব এর মাধ্যমে দেখতে পাওয়া যাবে।
- যোগাযোগ: www.facebook.com/livingartbg, WhatsApp: +918961490002, Email: livingart09@gmail.com
- বিশেষ অনুরোধ মিথ্যা ট্রানজেকশন আইডি দিয়ে ফর্ম পূরণ করে বিভ্রান্ত করবেন না। সততার সাথে আামাদের এই আয়োজনে সাহায্য করুন।
- প্রদর্শনী শেষ হওয়ার সর্বোচ্চ এক মাসের মধ্যে সনদপত্র এবং পুরস্কার সংগ্রহ করতে হবে।
- প্রদর্শনী একমাস অতিবাহিত হলে পরবর্তী সময়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হলে প্রতি ই-সার্টিফিকেটের জন্য পাঁচশত টাকা প্রদান করিতে হইবে।
* Contestants may draw on 11 x 16 paper in any medium centered on a specific title or open-ended subject.
* Competitors can participate in four age-based groups such as A) 3 – 6, B)7 – 10, C) 11 – 15, and D) 16 – 18.
* Birth certificate and competitor’s photo must be uploaded for age determination.
* You have to fill out the online form with your own drawing and other information.
* Each competitor has to pay a registration fee of 700 BDT to( Bkash no -01973579733 Bangladesh)
INR 400 hundred rupees to (AC no- 41308219032 SBI branch- Calcutta University, IfSC code- 3BIN0007766)
before filling out the form. And Transaction ID is to be mentioned while filling out the form.
* Each competitor shall accept the decision of the organizers as final.
* 200 artworks selected from participating contestants will be exhibited in Kolkata.
* The selected artwork must be delivered to the address of the organizers at the competitor’s own responsibility.
* The exhibition and prize distribution ceremony will be held in Kolkata and contestants will have to attend at their own expense.
* Prizes and certificates will be awarded to all contestants from each group. And E-certificate will be sent to the email address.
* Contact India at 9674700727 and +91 83369 30921.
Prize and Certificates:
- Five prizes (First, Second, Third, Fourth, and Fifth) will be proffered to each group.
- Every chosen participant will be honored with a Certificate or E-certificate.
- Certificates and awards must be collected within a one-month maximum of the end of the exhibition.
- After one month of the exhibition, if you want to collect the certificate the next time, you will have to pay five hundred takas for each E- certificate.